স্পেন প্রতিনিধি।।
স্পেনে ঈদ পরবর্তী মতবিনিময়, চা চক্র ও ঈদ আড্ডা অনুষ্ঠান করেছে আওয়ামীলীগ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আর আই এস রবিন। মতবিনিময় সভায় স্পেন আওয়ামীলীগের উদ্যোগে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সকলকে অবগত করানো হয়।
স্পেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিজভী আলমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আখতার, জাহিদুর রহমান দিদার, এইচ এম হারুন উর রশিদ, শাখাওয়াত হোসেন বাবলু, জানে আলম, খসরু চৌধুরী, তোতা কাজী, এম আই আমিন, আপন মন্ডল, বদরুল কামালী, ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজী প্রমুখ।