ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আজ ঝাঁপা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর ১৪ তম মৃত্যু বার্ষিকী

Tito
আগস্ট ১৩, ২০২০ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে ।।
আজ মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর ১৪ তম মৃত্যু বার্ষিকী।
সেকেন্দার আলী ২০০৭ সালের ১৩ অগাস্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজগঞ্জের চন্ডিপুর গ্রামে ১৯৫৪ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশকে ভালোবেসে পাক হানাদারের ছোবল থেকে মুক্ত করার জন্য ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
তিনি উপজেলা ও ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের একজন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন এবং যতদিন বেঁচে ছিলেন জনগণের কল্যাণে কাজ করেছেন। মণিরামপুর ভূমি রেজিস্ট্রি অফিসে তিনি সততার সহিত চাকরি করে গিয়েছেন দীর্ঘদিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।