ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

Tito
আগস্ট ১৫, ২০২০ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অসিম কুমার রায়, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে নানা কর্মসূচি পালন করেছে। সকাল পৌনে ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল প্রমুখ। এরপর বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক র‌্যালি বের হয়। দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা, খোরশেদ আলম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, ২নং নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, ৩নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আসলাম হোসেন ফকির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, ছাত্রলীগ নেতা শুভ আহম্মেদ ও সাইফুল ইসলাম দুলাল প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা আয়োজনে দিবসটি পালন করে।
এদিকে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা, র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, মখলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, কালিপদ রায়, বীরমুক্তিযোদ্ধা একরাম হোসেন, নিকুঞ্জু চন্দ্র, মোতাহার হোসেন, আনিছুর রহমান আলো, নূর মোহাম্মদ, সেকেন্দার আলী, জালাল উদ্দিন, হাফিজুর রহমান, মুক্তার হোসেন, আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, লুৎফর রহমান, তীর্থ সলিল রুদ্র, মোফাজ্জল হোসেন, আবদুল্লাহেল বাকী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি রেজাউল করিম, যুবলীগ নেতা ফারুক হোসেন, সুজন প্রামানিক, পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, আল-জাহিদ ও মশিউর রহমান প্রমুখ। এরপরে একটি শোক র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
অপরদিকে জাতীয় শোক দিবসে দুপুর ১২ টায় সাব-রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অফিস সহকারী হেলাল উদ্দিন, মহরার মরিয়ম আকতার, হেলাল উদ্দিন, টিসি মহরার হোসনে আরা, নকলনবিশ এমরান আলী, জাকির হোসেন ও সামিউর রহমান তুষার প্রমুখ। এরপর এতিম ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।