ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ভবদহ অঞ্চলে আবারও শুরু হয়েছে জলাবদ্ধতা

Tito
আগস্ট ১৭, ২০২০ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর):
জলাবদ্ধতা যেন পিছু ছাড়ছে না যশোর ভবদহ অঞ্চলের মানুষের। ভবদহ সুইচ গেট দিয়ে পার হয় ২৭ টা বীলের পানি। কিন্তু নানা কারণে অনাকারণে এ সুইচ গেট আজ ভবদহবাসীর কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বীলের পানি নামতে পারেনা ভবদহ নদী দিয়ে কারণ নদীতে পলি জমে,l নদীর তলদেশ উচু হয়েছে। ফলে এ সকল বীলের পানি নামতে পারে না। সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
ইতি পূর্বে নানা প্রকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে ভবদহ সংষ্কারের জন্য কিন্তু তা কোন কাজে আসেনী,অন্যদিকে নদী পরিণত হয়েছে খালে। ফলে হালকা বর্ষাতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
সরোজমিনে বাড়েদা, বাজুকুলটিয়া, মশিয়াহাটি, হাটগাছা, ডুমরতলা গ্রাম ঘুরে দেখা যায় প্রায় অর্ধ শতাধিক বাড়িতে ইতি মধ্য পানি উঠেছে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সমন্বায়ক কানু বিশ্বাস জানান পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে চলেছে,এখনই যদি বাড়িতে পানি উঠে পড়ে তবে জলাব্ধতার হতে বেশি দেরি নাই,
ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী জানান একটি মহল ভবদহে নানা প্রকার ব্যাসার প্রতিষ্ঠানে রুপান্ত্রিত করেছে,সকল বাধা অতিক্রম করে টি আর এম সিস্টেম চালু না করতে পারলে আমরা স্থায়ী জলাবদ্ধতার শিকার হব। তাই আমাদের এখনই টি আর এম এর ব্যবস্থা করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।