ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত

Tito
সেপ্টেম্বর ১৪, ২০২০ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে ।।
মণিরামপুর উপজেলার কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে এ অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি এসএম রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. হাফিজুর রহমানের পরিচালনায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক আলহাজ্ব মো. খোরশেদ আলম। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কওছার আহমেদ, সাবেক শিক্ষানুরাগী সদস্য মো. নূরুজ্জামান, কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তবিবর রহমান, রাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মো. জসিম উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন- নতুন ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, মো. শফিকুল ইসলাম, মো. আবুল বাশার, রাজকুমার, পারভীনা আক্তারসহ এলাকার সুধিজন ও বিদ্যালয়ের সকল শিক্ষক/ কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. খোরশেদ আলম নতুন সভাপতি এসএম রবিউল ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর পর্যায়ক্রমে বিদ্যালয়ের সকল শিক্ষকেরা উপস্থিত অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।