ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে সন্ত্রাসী হামলায় গূরুত্ব আহত বিএনপি নেতার পাশে কেন্দ্রিয় নেতৃবৃন্দ

Tito
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

মাবিয়া রহমান, মণিরামপুর থেকে।।
মণিরামপুরে জমি-জমা সংক্রান্ত ঘটনার জেরে চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা নিছার উদ্দীন। তিনি হরিদাসকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং কুয়াদা কলেজের সহকারী অধ্যাপক। শুক্রবার সকালে স্থানীয় মধুপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার স্ত্রী হাবিবা খাতুন জানান, মধুপুর বাজারে সন্তোষ পাল ও নির্মল পালের একখন্ড জমি নিয়ে সৃষ্ট গোলযোগের ঘটনায় উক্ত জমি দখল করাকে কেন্দ্র করে স্থানীয় মুনির ও নাইমুরসহ কয়েকজন যুবক নির্মলের কাছে সম্প্রতি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানতে পেরে নিছার তার প্রতিবাদ করেন। এঘটনার জের ধরে শুক্রবার সকাল নয়টার দিকে নিছার উদ্দীন মধুপুর বাজারে গেলে মুনির এবং নাইমুরের নেতৃত্বে আব্দল্লাহ, সবুজসহ কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামালার সময় আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বিএনপি নেতা নিছার উদ্দিনকে উদ্ধার করে মানিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় নিছার উদ্দিনের ছোটভাই হায়দার আলী এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়।
খবর পেয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মুছা, উপজেলা কৃষক দলের সভাপতি এডঃমুজিবার রহমান, প্রতিদিনের কন্ঠ পত্রিকার সম্পাদক শাহীনুর রহমান(পান্না), উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক প্রার্থী বিল্লাল হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে দেখতে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।