ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

যশোরে কোতোয়ালী থানার পাশেই বোমা ফাটিয়ে প্রকাশ্য দিবালোকে ১৭ লাখ টাকা ছিনতাই

Tito
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
যশোরে কোতোয়ালী থানার পাশেই বোমা ফাটিয়ে প্রকাশ্য দিবালোকে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানার পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বুথের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাত ও বোমার আঘাতে দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন, শহরের বকচর হুশতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে শহরের আগমণী মোটরসের মালিক ইকবাল হোসেনের ভাই এনামুল হক (৩৫) ও একই হুশতলা এলাকার ইমদাদুলের ছেলে ইমন হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ১৭ লাখ টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে এ জমা দেয়ার জন্য এনামুল ও ইমন মোটরসাইকেলযোগে ব্যাংকের নিচে ্গেেআসার সাথে সাথেই আগে থেকে ওৎপেতে থাকা ৭/৮ জন মুখোশধারী তাদেরকে ঘিরে ফেলে। দুর্বৃত্তরা এনামুলের পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা সিটি প্লাজার সামনের গলি দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। বোমায় ব্যাংকের এটিএম বুথের গ্লাস ভেঙ্গে যায়।
ঘটনার পরপরই পুলিশ আসলেও আহত ইমন অভিযোগ করেছেন, টাকা ছিনতাইকালে পাশেই পুলিশ কিন্তু তাদের কেউই এগিয়ে আসেনি।
দুর্বৃত্তরা চলে গেলে আহত দু’জনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত এনামুল’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার্ড করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, ছিনতাইয়ের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ছিনতাইকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।