রিপন হোসেন সাজু, মণিরামপুর থেকে।।
মণিরামপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে শনিবার রাতে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপি। প্রেসক্লাব সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় মণিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড মো. শহীদ ইকবাল হোসেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি আগামীতে যে কোন পরিবেশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের নীতি নির্ধারকরা যদি চায় তাহলে আগামী পৌরসভা নির্বাচনে তিনি আবারো মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মকবুল ইসলাম এবং পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক সন্তোষ স্বর প্রমূখ।
মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।