ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে আলোক ফাঁদ স্থাপন

Tito
অক্টোবর ১৯, ২০২০ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে ।।
আমন ধানের ক্ষতিকারক পোকা মাকড়ের উপস্থিতি নির্ণয়ের জন্য মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার ব্লকের খালিয়ার মোড় সংলগ্ন মাঠে আলোক ফাঁদ স্থাপন করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ কার্যাক্রম স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ভগীরথ চন্দ্র, মনোহরপুর গ্রামের কৃষক নুর মোহাম্মাদ, মো. শাহাদাত, হানুয়ার গ্রামের কৃষক গৌতম, দিলিপ, খালিয়া গ্রামের কৃষক মো. রাসেল হোসেন, মো. মতিয়ার রহমান, মো. মামুন হোসেন, মো. জাহিদ হাসানসহ স্থানীয় অনেক কৃষক।
উক্ত স্থানে ধানের বিএলবি, ব্লাস্ট, ও বিপিএইচ পোকা নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।