ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে পাঁচ সূর্য্য সন্তানের শাহাদাত বার্ষিকী পালিত

Tito
অক্টোবর ২৩, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরে শহীদ পাঁচ সূর্য্য সন্তানের স্মরণে শুক্রবার চিনাটোলার হরিহর নদীর তীরের বদ্ধভূমিতে শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে ৪৯ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল জব্বারের সভাপতিত্ব শহীদদের জীবনীর ওপর আলোচন সভায় করেন বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদ) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাকির হোসেন।
শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা কমরেড গাজী আবদুল হামিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির যশোর জেলা সাধারন সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু, আসাদ স্মৃতি সংসদের কমরেড আবুল বাশার সাইফুদ্দৌলা, ৭১ এর গবেষক ও লেখক শেখ আমজাদ হোসেন, নারী মুক্তি সংসদের জেলা সভানেত্রী সকিনা বেগম দিপ্তী, কমরেড শেখর বিশ্বাস, মুক্তিযোদ্ধা হেরমত আলী, কবি শান্তনু চক্রবর্তি, ছাত্রমৈত্রী নেতা প্রনব রায় প্রমুখ।
এর আগে শহীদের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটি, আসাদ স্মৃতি সংঘ, ওয়ার্কাস পর্টি (মার্কসবাদ), জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও বিভিন্ন সংগঠর।
উল্লেখ্য, মণিরামপুরের চিনাটোলা বাজারের পাশে হরিহরনদীর তীরে ১৯৭১ সালের ২৩ অক্টোবর পাকহানাদার বাহিনীর হাতে স্বাধীনতাকামী পাঁচ সূর্য্য সন্তান শহীদ হন। এর মধ্যে আশিকুর রহমান তোজো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ছাত্র ছিলেন। সে প্রক্ষাত আইনজীবি সোহরাওয়ার্দী ও মাওলানা ভাষানীর ঘনিষ্ট সহচর যশোরের অ্যাডভোকেট হাবিবুর রহমানের ছেলে। আসাদুজ্জামান আসাদ ছিলেন যশোর এমএম কলেজ ছাত্র সংসদের ভিপি। সিরাজুল ইসলাম শান্তি ছিলেন জেলা কৃষক সংগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক। আহসান উদ্দিন খান মানিক ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের (মেনন) সভাপতি এবং ফজলুর রহমান ছিলেন মেধাবী ছাত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।