ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চালুয়াহাটি ইউপির সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম

Tito
অক্টোবর ২৬, ২০২০ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে ।।
দুর্গোৎসবের মহানবমীর রাতে মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম রাজগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্ডপসহ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ আব্বাস উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ আব্দুর রশীদ, ইউনিয়ন যুবদল নেতা মোঃ আব্দুল ওয়াদুদ, তাপস সিংহ, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় তিনি রাজগঞ্জ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় করেন।
এ পরিদর্শণকালে তার সাথে উপস্থিত ছিলেন রাজগঞ্জ সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা ডাঃ পরিমল কুমার সাধু, সভাপতি গোবিন্দ চন্দ্র পাল, সম্পাদক স্বপন সিংহ, পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুকেশ চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক অশোক মল্লিক প্রমুখ।
তিনি চালুয়াহাটি ইউনিয়নের প্রত্যেক পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।