মণিরামপুর প্রতিনিধি॥
নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে বুধবার মণিরামপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একজন মৎস্য চাষীকে জরিমানা করেছেন। এছাড়াও ওই চাষীর ঘের থেকে প্রায় ৮০ কেজি মাগুর মাছ ধরে নষ্ট করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ জানান, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বুধবার দুপুরে উপজেলার রেহিতা ইউনিয়নের পটি গ্রামের মৎস্য চাষী শহিদুল ইসলামের ছোট একটি ঘেরে অভিযান চালানো হয়। জাল দিয়ে এসময় প্রায় ৮০ কেজি অফ্রিকান মাগুর মাছ ধরার পর নষ্ট করা হয়। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
পরবর্তিতে ভ্রাম্যমান আদালত সোহরাব মোড়ে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মা আমেনা বেকারির মালিক বাবু হোসেনকে পাঁচ হাজার, আল আমিন স্টোরের মালিক ইসমাইল হোসেনকে এক হাজার টাকা জরিমানা করেন।
এ সময় বিএসটিআই মাঠ অফিসার শাহাদাত হোসেন, পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।