ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত

Tito
নভেম্বর ৪, ২০২০ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করেছে।
বুধবার বিকেলে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেনের আবাসিক ভবন চত্ত্বরে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম।

উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মকবুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সন্তোষ স্বর, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, মিজানুর রহমান, গাজী আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত, বিএনপি নেতা প্রভাষক নাজমুল হক লিটন, মাষ্টার মতিয়ার রহমান, পৌর কাউন্সিলর জামসেদ আলী, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুক্তার হোসেন, সাবেক ছাত্রনেতা একে আজাদ, মনিরুজ্জামান রুবেল প্রমুখ।
এছাড়া আলোচনাসভা ও দোয়া মাহফিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।