ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

Tito
নভেম্বর ৭, ২০২০ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আবু বক্কার সিদ্দীক, মণিরামপুর থেকে।।
মণিরামপুরে ছুরিকাঘাত করে নারায়ন দাস (৬৫) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে পৌরশহরের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাত নারায়ন দাসকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি তাহেরপুর গ্রামের মৃত নুকুল চন্দ্র দাসের ছেলে।
নারায়ন দাসের ছেলে সঞ্জয় দাস জানান, তাদের মুড়ি ও তেলের ব্যবসা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের পিছনেই তাদের বাড়ি। ঘটনার কিছুক্ষন আগে বাবা টাকা ভর্তি ব্যাগ নিয়ে দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা বাবার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তদের দিকে টর্স লাইট মারলে তারা বাবার বুকে ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে
প্রেরন করেন।
জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শারমিন আক্তার জানান, বুকের নিচে ছুরিকাঘাতটি ২ ইঞ্চি ক্ষত এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।
থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।