ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ভবদহের জলাবদ্ধ বাড়ির উঠানে ডুবে শিশুর মৃত্যু

Tito
নভেম্বর ৯, ২০২০ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।
জলাবদ্ধ নিজ বাড়ির আঙ্গিনায় ডুবে মারা গেলো যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামের কৃষক বিপ্লব মল্লিকের একমাত্র শিশু সন্তান অর্পণ মল্লিক (৭)। সোমবার দুপুরে পরিবারের সদস্যরা বাড়ির জলাবদ্ধ উঠান থেকে তার লাশ উদ্ধার করেছেন।
বিপ্লব মল্লিক জানান, ভবদহের জলাবদ্ধতার কারণে তাঁর বাড়ির উঠানে প্রায় চার ফুট পানি। বাড়ির সামনে উঁচু রাস্তা। যাতায়াতের জন্য বাড়ি থেকে রাস্তা পর্যন্ত লম্বা বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। পাড়ার শিশুরা সাঁকো দিয়ে রাস্তায় যায়। সেখানে তারা খেলা করে। সোমবার সকালে তাঁর ছেলে খেলা করার জন্য সাঁকো দিয়ে রাস্তায় যাওয়ার সময় পা পিছলে উঠানের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে দুপুরে উঠানে সাঁকোর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় বলেন, ভবদহের জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি এমনই হয়েছে যে জলাবদ্ধ পানিতে ডুবে যাওয়ার ভয়ে এলাকার শিশুদের কোমরে দড়ি বেঁধে বাড়িতে রেখে দিতে হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।