ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন

Tito
নভেম্বর ১০, ২০২০ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি ।।
মণিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে ভূট্টা, সরিষা, খেসাড়ী, টমেটে, পেঁয়াজ এবং মরিচসহ ১১ প্রকারের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় উপজেলার শতাধিক কৃষকের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কুষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান, উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৯১০ জন প্রান্তিক কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উৎসাহ বাড়াতে ১১ প্রকারের বীজসহ পর্যাপ্ত পরিমান এমওপি ও ডিওপি সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।