ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নারীর প্রতি সংহিসতা, যৌন হয়রানী ও মাদক প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা

Tito
নভেম্বর ১০, ২০২০ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরে ক্রমবর্ধমান নারীর প্রতি সংহিসতা, যৌন হয়রানী ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিস ফ্যাসিলিটিস গ্রুপ (পিএসজি) ও সু-শাসনের জন্য নাগরিক (সুজন) মণিরামপুরের আয়োজনে মণিরামপুর প্রেসক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। সুজনের উপজেলা সভাপতি ও পিএফজির সমন্বয়ক অধ্যাপক আব্বাস সউদ্দীনের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট’র কো-অর্ডিনেটর গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুজনের মণিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা অরুণ কুমার নন্দন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এম্বাসিডর ও প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রয়েল, এম্বাসিডর ও কাউন্সিলর গীতা রাণী কুন্ডু, প্রধান শিক্ষক প্রভাষ দাস, পিএফজি সদস্য প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পিএফজি সদস্য ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শিক্ষক অশোক কুমার বিশ্বাস, পিএফজি সদস্য সহকারি অধ্যাপক বাবুল আকতার, পিএফজি সদস্য সঞ্জয় দে, পিএফজি সদস্য প্রভাষক কাকলী আক্তার, লাভলী আক্তার প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।