ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে জমির পাঁকা ফসল নষ্ট করে বিকল্প রাস্তা নির্মাণ।। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

Tito
নভেম্বর ১২, ২০২০ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি।।
যশোর সাতক্ষীরা মহাসড়কে ব্রীজ কালভার্ট নির্মানে ফসলী জমি নষ্ট করে রাস্তা নির্মাণ ও জেলার দক্ষিণাংশের সাথে ইন্টারনেট যোগাযোগের তার বিছিন্ন করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মহাড়কের কলেজ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্যস্ততম যশোর সাতক্ষীরা মহাসড়কে ব্রীজ কালভার্ট নির্মান কাজের জন্য বিকল্প যাতায়াত ব্যবস্থা করতে স্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে পাকা ধান ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা তৈরী করছে ঠিকারদার কর্তৃপক্ষ। চাষীর সাথে আলোচনা ছাড়াই ফসলী জমি নষ্ট করায় ক্ষতিগ্রস্থ হয়েছেন ওই চাষী। এছাড়াও রাস্তার মাটির নিচ দিয়ে যাওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান ক্যাবল কেটে বিনষ্ট করায় জেলার দক্ষিনাংশের ইন্টারনেট স্পিড দূর্বল হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্থ চাষীরা এ বিষয়ে ঠিকাদারের সাইডে দায়িত্বে থাকা লোকজনের সাথে যোগাযোগ করেও কাজ বন্ধ বা ক্ষতিপূরনের ব্যবস্থা করতে পারেননি বলে অভিযোগ করেছেন।
এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।