ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে আজ সকাল-সন্ধ্যা হরতাল

admin
ডিসেম্বর ২৮, ২০১৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আজ সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জেটের সকাল-সন্ধ্যা হরতাল। শনিবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে ব্রিফিং করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে, হরতালের আগে রাজধানীতে সচিবালয়ের একটি স্টাফ বাসে (ঢাকা মেট্রো স- ১১-০১০১) অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পল্টন মোড়ের বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) অফিসের বিপরীতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, দশ বারোজন যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসটির ভেতরে কেউ ছিলো না। এছাড়া, হরতালের আগের দিন সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। সন্ধ্যা ৬টার দিকে একই স্থানে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ আটক হয়নি। এছাড়া, রাজধানীর মহাখালীতে শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও মগবাজারসহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। অন্যদিকে, বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিভিন্ন সংস্থার সদস্যরা আইন-শৃঙ্খরা রায় নিয়োজিত থাকবে। গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ায় এবং দলীয় নেতাদের মুক্তি দাবিতে বিএনপি এ হরতাল আহ্বান করেছে। বাংলাদেশ পুলিশ সদর দফতরের এআইজি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী জানান, যেকোন ধরনের নাশকতামুলক কর্মকান্ড এড়াতে পুলিশ সব সময়ই সতর্ক রয়েছে। একইভাবে হরতালেও যাতে কোন ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা না ঘটে সেজন্য সতর্ক থাকবে পুলিশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবব তাদের নিয়মিত কাজের পাশাপাশি হরতালেও যাতে কোন ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক ঘটনা না ঘটে সেদিকে ল্য রাখবে। এছাড়া র‌্যাববের গোয়েন্দা টিমও সারাদেশে নজরদারী রাখবে। এছাড়া, হরতালে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে বিজিবি সদস্যরা টহল শুরু করেছে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবির একটি সূত্র জানায়, নাশকতা রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে রোববার সন্ধ্যা থেকে অবস্থান নেয়া শুরু করেছে বিজিবি সদস্যরা। বিশেষ করে সচিবালয়, কূটনৈতিক এলাকা, শাহবাগ, সংসদ ভবন এলাকা, উত্তরা, ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয়া শুরু করেছে। উল্লেখ্য, গাজীপুরে শনিবারের সমাবেশে বাধা দেয়ার অভিযোগ তুলে সোমবার দেশব্যাপী হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার ২০ দলের পে এ হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অ্যাম্বুলেন্স, মিডিয়ার গাড়ি ছাড়াও জরুরি সেবাসমুহের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।