ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর কেন্দ্রিয় মসজিদের ভেতর মোটরসাইকেল রাখা নিয়ে মুসল্লিদের মাঝে ক্ষোভ

Tito
নভেম্বর ১৩, ২০২০ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুর কেন্দ্রিয় মসজিদের ভেতর মোটরসাইকেল রাখা নিয়ে মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে মুসল্লিদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি সোস্যাল মিডিয়াতে বিষয়টা নিয়ে মন্তব্যের ঝড় বয়ে চলেছে।
জানা যায়, সম্প্রতি কেন্দ্রিয় মসজিদের অভ্যন্তরে নামাজের সেজদার জায়গায় বিছানো গালিচার উপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে মসজিদের ভিতরেই মোটরসাইকেল রাখেন স্থানীয় ব্যবসায়ী রফিক মোল্লা। এঘটনায় উপস্থিত মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এসময় মসজিদে নামাজ পড়তে যাওয়া সাঈদুর রহমান নামের এক ব্যাক্তি মসজিদ অভ্যন্তরে মোটরসাইকেল রাখার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। সাথে সাথে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। শুরু হয় সোস্যাল মিডিয়াতে মন্তব্যের ঝড়।
মণিরামপুর কেন্দ্রিয় মসজিদের একাধিক মুসল্লিরা জানান, কেন্দ্রিয় মসজিদের কমিটিসহ সার্বিক বিষয়ে একটি মহল অনেকটা গায়ের জোরেই সিদ্ধান্ত করে চলেছেন। মোটরসাইকেল রাখা মুসল্লি সেই পক্ষের আস্থাভাজন হওয়ায় কোন কিছুরই তোয়াক্কা না করে নিয়মিত মসজিদের ভেতর মোটরসাইকেল রেখে চলেছেন।
সম্প্রতি সম্পূর্ণ অন্যায় এবং মুসল্লিদের মতামত ছাড়াই মসজিদের ইমামকে বরখাস্ত এবং মসজিদ কমিটিতে নতুন সদস্য নিয়োগ নিয়ে নানা ধরনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন মুসল্লিরা। কিন্তু অনেকটা গায়ের জোরেই কোন কিছুরই তোয়াক্কা না করে তাদের সিদ্ধান্তই বহাল রাখে ওই কমিটি।
এদিকে মসজিদের অভ্যন্তরে মোটরসাইকেল রাখাকে আল্লাহর ঘরের সাথে বেয়াদবি উল্লেখ করে সোস্যাল মিডিয়াতে নানা ধরনের মন্তব্য করছেন এলাকাবাসি। অনেকেই এঘটনার সুষ্ট বিচার দাবি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।