ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মণিরামপুরে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Tito
নভেম্বর ১৩, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি।।
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা-বাটবিলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও স্থানীয় সামাজিক সংগঠন ইসমাইল মুন্সি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিষয়ভিত্তিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
১২ নভেম্বর বাদ আছর মাদ্রাসা প্রাঙ্গণে ইসমাইল মুন্সি ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আলীম, লেখক ও নন্দিত উপস্থাপক মোঃ মুনছুর আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠক ও নিসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান মিন্টু, আব্দুর রউফ বেলাল, ইসমাইল মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ সমাজ চিন্তক এইচ.এম. সেলিম রেজা, হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিলালী, আবুল বাশার, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
অধিকাংশ বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাসুল (সা.) শুধু মুসলমানদের নবী নন, তিনি রহমাতুললিল আলামিন তথা সবার জন্য রহমত স্বরূপ। তিনি ধনী-গরীব, সাদা-কালো, মুসলিম-অমুসলিম সকল মানুষের নবী। বর্তমান বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলছে, জাতিতে জাতিতে যে হানাহানি চলছে, তার অবসান হবে রাসূল (সা.)-এর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে। শান্তির এ আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সকলকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সত্যের ছায়া তলে এসে রাসূল (সা.) শান্তির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানান এবং বলেন তবেই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।