ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সালাম চাকলাদারের রুহের মাগফিরাত কামনায় ভাই বন্ধু শ্রমিক কল্যাণ সমবায় সমিতির দোয়া

Tito
নভেম্বর ২০, ২০২০ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

শরিফ ইসলাম, যশোর থেকে।।
যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাকলাদারের রুহের মাগফিরাত কামনায় ভাই বন্ধু শ্রমিক কল্যাণ সমবায় সমিতির উদ্যেগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর পুরাতন বাস টার্মিনালে (কেশবপুর ষ্ট্যন্ড) এই দোয়া অনুষ্ঠিত হয়।
মরহুম আব্দুস সালাম চাকলাদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে ভাইবন্ধু শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম, সধারণ-সম্পাদক ফিরোজ হাসান জুয়েল, উপদেষ্টা মন্ডলির সদস্য হারুনর রসিদ ফুলু, সাবেক সাধারণ সম্পাদক মকবুল সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী ও অব. সহকারি পুলিশ সুপার আসলাম খান, সাংবাদিক শরিফুল ইসলাম, অরিফুল ইসলাম মনাসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাকলাদার কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত কারণে গত ১৩ই নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর আগে তিনি যশোর বাস মালিক সমিতির নেতা ও স্বনামধন্য চাকলাদার পরিবহনের স্বত্বাধিকারী ছিলেন।
এছাড়া তিনি জেলা জ্বালানি পরিবেশক সমিতির সহ-সভাপতি, যশোর শহরের কাঁঠালতলা জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমুখী নানা কাজে যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।