ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের নববধূসহ যশোরের এক যুবককে পিটিয়ে হত্যা

admin
ডিসেম্বর ২৮, ২০১৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের ১১ দিনের মাথায় এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে বাবু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই হিমায়েত হোসেন জানান, রেখা (১৫) নামে এক নববধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে যশোর হাসপাতাল চত্বর থেকে নিহতের দুই দেবরকে আটক করা হয়েছে। তারা হলেন, মঞ্জুরুল ও মনোয়ার হোসেন।
রেখা মণিরামপুর উপজেলার জলকর গ্রামের আব্দুস সালামের মেয়ে। গত ১৯ নভেম্বর যশোর শহরের খড়কী এলাকার মোন্তাজ আলীর ছেলে নির্মাণ শ্রমিক জহিরুল ইসলামের সঙ্গে রেখার বিয়ে হয়। কোতোয়ালি থানার এসআই রুহুল আমিন বলেন, ‘আহত অবস্থায় রেখাকে হাসপাতালে আনা হয়েছিল। নিহতের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বোঝা যাবে।’ রেখার বাবা আব্দুস সালাম বলেন, ‘বিয়ের তিন চার দিনের মাথায় জহিরুল ৪০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় আমার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে জহিরুল ও তার বাড়ির অন্য সদস্যরা পলাতক রয়েছে।
অন্যদিকে যশোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করার জেরে সমর্থকদের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার সাতমাইল বাজারে এ ঘটনা ঘটে। নিহত বাবু (৩০) শ্যামনগর নওদাগা গ্রামের লিয়াকত আলীর ছেলে। কোতোয়ালি থানার এসআই জহুরুল আলম জানান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদুজ্জামানকে গুলি করে হত্যার চেষ্টার মামলার আসামি ছিলেন বাবু। শনিবার রাত ৮টার দিকে সাতমাইল বাজারে গেলে ফরিদুজ্জামান পক্ষের লোকজন তাকে ধরে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় বাবুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।