ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে আধুনিক ফসল উৎপাদন প্রযুক্তির উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Tito
নভেম্বর ২৫, ২০২০ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরে ২০২০/২১ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তির উপর ১দিনের কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দিনব্যাপি উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর মণিরামপুর, যশোর-এর বাস্তবায়নে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩০জন কৃষক/কৃষাণীর অংশ গ্রহণে এ প্রশিক্ষণের স্বগত বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার। প্রশিক্ষণে সহায়তা প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তি ইয়াসমিন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী কৃষক/কৃষাণীদের সম্মানীভাতা ও সনদপত্র প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।