ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Tito
নভেম্বর ২৬, ২০২০ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
সামাজিক দুরত্ব মেনে ও মাস্ক পরিধান করে বেসরকারি সংস্থা ‘ব্র্যাক’-এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্পের সহযোগিতায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজের ইয়ুথ গ্রুপের আয়োজনে অত্র কলেজে অংশগ্রহণকারি প্রতিযোগিদের এ‍্যাসাইনমেন্টের মাধ‍্যমে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও ব্র্যাকের যশোর জেলা ব্যাবস্থাপক মো. আশরাফুল ইসলামের পরিচালনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর-২০২০) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কওছার আহম্মেদ।
আরো উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ মজুমদার, সুফল মন্ডল, বিধান রায়, গাজী আমিনুর রহমান, মো. রেজাউল কবির, প্রভাষক স্বপন ঘোষ, শাহানাজ পারভীন, আয়শা আক্তার, মো. তরিকুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. রফিকুল ইসলাম, ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট (পিটি) মো. বাবুল হোসেন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রোগ্রাম সংগঠক মোছা. মাহফুজা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।