ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

Tito
নভেম্বর ২৬, ২০২০ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি।।
বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে মণিরামপুরে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে বৃহস্পতিবার থেকে এ কর্মবিরতি পালিত হচ্ছে।
কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মী ইসমাইল হোসেন, মোহিতোষ মন্ডল, আশরাফুল ইসলাম, আশিকুর রহমান, আবু হাসান, বিলাল হোসেন, হাবিবুর রহমান ও জাহিদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বেতন বৈষম্যর নিরসনে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে একাধিকবার মৌখিক ও লিখিত প্রতিশ্রুতি থাকা সত্বেও এ ব্যাপারে কোন অগ্রগতি হয়নি। আক্ষেপ করে বক্তারা বলেন, গরু, ছাগল ও গাছপালার ভ্যাক্সিন যারা দেয় তাঁরা ১১তম গ্রেডে বেতন পায়, আর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সৃষ্টির সেরা জীব মানুষের ভ্যাক্সিন দিয়ে ১৬তম গ্রেডে বেতন পায়। তাঁরা এ বৈষম্যের নিরসন চান। যতদিন পর্যন্ত এ বৈষম্যের নিরসন না হবে, ততদিন পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তাঁরা ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।