ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মণিরামপুরে আলোচনা ও মানববন্ধন

Tito
নভেম্বর ২৯, ২০২০ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।।
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ১৬ দিন ব্যাপী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মণিরামপুরে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাইটস যশোরের উদ্যোগে এবং সেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও আভাস এর তত্ত্বাবধানে রোববার সকাল সাড়ে ১০টায় মণিরামপুর যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে শিক্ষক, সূশীল সমাজ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে করণীয় বিষয় নিয়ে মণিরামপুর পাবলিক লাইব্রেরীর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইব্রেরির সম্পাদক ও মণিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক নূরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা আসীম আনন্দ দাস। আশ্রায়নের নির্বাহী পরিচালক সুরাইয়া নারগীসের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারীনেত্রী ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, রাইটস যশোরের প্রকল্প কর্মকর্তা প্রণব ধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মামুন হোসাইন সৈয়দ, কাউন্সিলর পারভীন আক্তার, সামজসেবী লাভলী পারভীন, ইউপি সদস্য রওশন আলী, রফিকুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।