ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

বছরে ৩০ হাজার কোটি টাকা খরচ বাড়বে প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়ন করতে হলে

admin
ডিসেম্বর ২৮, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

অষ্টম পে-কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়ন করতে হলে সরকারকে ব্যয় করতে হবে অতিরিক্ত প্রায় ৩০ হাজার কোটি টাকা। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাবদ সরকারের ব্যয় হয় ৩৮ হাজার ৯৮০ কোটি টাকা। নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হলে এর সঙ্গে যোগ করতে হবে আরও ৩০ হাজার কোটি টাকা। ফলে আগামী অর্থবছরে বেতনভাতা খাতেই সরকারকে খরচ করতে হবে প্রায় ৬৯ হাজার কোটি টাকা।
বেতন বাড়ানোর সুপারিশ জমা দেওয়ার আগে যে ধারণা করা হয়েছিল, অতিরিক্ত টাকার পরিমাণও সে অনুমানকেও ছাড়িয়ে গেছে। অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, আগে ধারণা করা হয়েছিল সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করলে অতিরিক্ত ২৩ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। জাতীয় পে সার্ভিস কমিশনের (এনপিএসসি) প্রতিবেদনে বলা হয়েছিল বেতন ভাতা বাড়ালে বেসামরিক কর্মকর্তাদের জন্য অতিরিক্ত খরচ হবে ১৯ হাজার ৩২৬ কোটি টাকা আর সশস্ত্র বাহিনীর জন্য অতিরিক্ত খরচ হবে ৩ হাজার ৫৯২ কোটি টাকা। তবে সরকারি অর্থ বিভাগের কর্মকর্তারা জানান নন পে-রোল ব্যয় বৃদ্ধির বিষয়টি আমলে নেয়নি এনপিএসসি। চূড়ান্ত বিলে এখাতে অতিরিক্ত আরও ১০ হাজার কোটি টাকা ব্যয় বাড়বে। তিনি জানান প্রাথমিক তথ্য প্রাপ্তির ওপর ভিত্তি করে এই হিসাবটি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।