ঢাকাসোমবার , ৩০ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে যুবকের আত্মহত্যা

Tito
নভেম্বর ৩০, ২০২০ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আসাদুল ইসলাম (৩৮) নামের এক যুবক।
স্থানীয়রা জানান, সোমবার সকালে রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আসাদুল ইসলাম একই গ্রামের সাইদ আলী বিশ্বাসের ছেলে। সে পেশায় ট্রাক চালক।
আসাদুল পরিবার নিয়ে ঝিকরগাছায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। রবিবার স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরধরে আসাদুল দুই সন্তান নিয়ে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাবার বাড়ি হরিহরনগরে চলে আসেন। দুই সন্তান ও নিজ ট্রাকের চাবি বোনের হাতে তুলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পরিবারের অন্য সদস্যরা সারা রাত খোঁজাখুঁজি করেন। ভোরে বাড়ি থেকে ৫০ গজ দূরের একটি কাঁঠাল গাছের ডালে ঝুলতে দেখা যায় আসাদুলকে। তারপর স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে আসাদুলের বাড়িতে খবর দেয়। এই সময় পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আসাদুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করেন। মৃত আসাদুল ইসলাম দুই সন্তানের জনক।
ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম বলেন, ট্রাক চালক নিহতের ঘটনায় তার মামা আকছেদ আলী বাদী হয়ে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।