মণিরামপুর প্রতিনিধি॥
মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবি সংগঠন মণিরামপুর পাইলটিয়ানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয় লোকসমাজ অফিসে কম্বল বিতরণের আয়োজন করা হয়। মণিরামপুর পাইলটিয়ানের এডমিন প্যানেলের সদস্য অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডমিন প্যানেলের সদস্য সায়ফুল আলম, এমএম,মজনুর রহমান, সহকারি অধ্যাপক মাহমুদুল ইমরান বাবুল, সহকারি অধ্যাপক নিজাম উদ্দিন, বাবুলাল চৌধুরী, প্রবীর কুন্ডু প্রমুখ।
পরে অর্ধশতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।