ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

আজ ও কাল হরতাল ডেকেছে জামায়াত রাজধানীতে বিজিবি

admin
ডিসেম্বর ৩০, ২০১৪ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

যুদ্ধাপরাধের মামলার আগের রায়গুলোর মতো এটিএম আজহারুল ইসলামের রায়ের পরও দুই দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বছরের শেষদিন আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্য সাড়ে ৫টা পর্যন্ত এবং নতুন বছরের প্রথম দিন আগামীকাল বৃহস্পতিবার একই সময় পর্যন্ত তাদের এই হরতাল চলবে। গতকাল মঙ্গলবার আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনাল_২ এ টি এম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলার রায়ে ফাঁসির আদেশ আসার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এই হরতালের ঘোষণা দেন। index-02.11.2014 অন্যদিকে হরতালকে ঘিরে সতর্ক পাহাড়ায় রয়েছে পুলিশ। সহিংসতা ঠেকাতে গতকাল বিকালের পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের রাজধানীতে টহল দিতে দেখা গেছে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান দুদিনের হরতালে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবিও মাঠে থাকবে। ইতোমধ্যেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। বিশেষ করে জনগুরুত্বপূর্ণ এলাকা, সচিবালয়, কূটনৈতিক এলাকা, উত্তরা, ধানমন্ডি, সংসদ ভবনসহ প্রায় পুরো রাজধানী জুড়েই টহলে থাকবে বিজিবি। এদিকে হরতালের ডাক দিয়ে জামায়াত নেতা মকবুল বলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ‘সরকারের ধারাবাহিক ষড়যন্ত্রের’ শিকার। আদালত সরকারের দায়ের করা মিথ্যা মামলায়, সাজানো সাক্ষীর ভিত্তিতে আজ তার বিরুদ্ধে মৃত্যুদ-ের যে রায় ঘোষণা করেছেন তা একটি ন্যায়ভ্রষ্ট রায়। এ রায়ে জনাব এটিএম আজহারুল ইসলাম ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি এই রায়ের পরও যুদ্ধাপারাধের বিচারকে ‘প্রহসন’ আখ্যায়িত করেছে। মকবুল আহমাদ বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে যে প্রহসনের আয়োজন করেছে, দেশে-বিদেশে তার কোন গ্রহণযোগ্যতা নেই। সরকারের ‘নিয়ন্ত্রণে’ ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।