মণিরামপুর অফিস :
মণিরামপুর থানা পুলিশ শুক্রবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক দু’জন হচ্ছে উপজেলার জলকর রোহিতা গ্রামের মৃত চৈতন্য দাসের পুত্র মণিরামপুর বাজারস্থ জয় ষ্টীল প্লাজার মালিক মণিতোষ ও ফতেয়াবাদ গ্রামের ফরিদুজ্জামান ফরিদ। থানার এস.আই ফিরোজ ও এস.আই মাছুম পৃথক অভিযান চালিয়ে এদের আটক করেছে। তবে মণিতোষকে আটকের সময় তার নিকট থেকে কোন মাদক দ্রব্য উদ্ধার করতে পারেনি পুলিশ। মণিতোষ র্যাবের দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়া ফরিদকে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে এবং এসময় পুলিশ ১৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে। মণিতোষকে আটকের ব্যাপারে এস.আই ফিরোজ উদ্দিনের সাথে আলাপ কালে তিনি জানান, মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে র্যাবের দায়েরকৃত মামলায় মণিতোষকে শুক্রবার সন্ধায় মণিরামপুর বাজারস্থ জয় ষ্টীল প্লাজা থেকে আটক করা হয়েছে। মামলা সুত্রে জানাযায়, গত মাসের ১৭ তাং শেখপাড়া রোহিতা গ্রামের মৃত হামেদ গাজীর পুত্র আ.রহিম নামের এক মাদক ব্যবসায়ীকে র্যাব উক্ত এলাকা থেকে ইয়াবাসহ আটক। আ.রহিমের স্বীকারুক্তিতে পরেরদিন ১৮ আগষ্ট র্যাব বাদী হয়ে আ.রহিম,খড়িঞ্চি গ্রামের মাদক ব্যবসায়ী কাজল ও জলকর রোহিতা গ্রামের মণিতোষকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মণিতোষ উক্ত মামলার এজাহারভুক্ত ৩ নং আসামী। এস.আই ফিরোজ উক্ত মামলার তদন্ত কর্মকর্তা। এস.আই ফিরোজ আরো জানান, পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে ফতেয়াবাদ গ্রামের ফরিদ ও বদরউদ্দিনের পুত্র ভুট্রকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৬।