হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) মনিরামপুর উপজেলার হেলাঞ্চী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ৭তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে।
হেলাঞ্চী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত ইছালে ছাওয়াব মাহফিল ও হালকায়ে জিকিরে হেলাঞ্চী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে এদিন আসর বাদ প্রধান বক্তা হিসেবে ইসলামী আলোচনা করবেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, গবেষক, লেখক ও আন্তর্জাতিক মোফাচ্ছেরে কোরান হাফেজ হযরত মাওঃ মোঃ শামিম ওসমানী (জয়পুরহাট)।
দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন- চাঁদপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মোঃ আমান উল্লাহ আমান বুলবুলি এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন- কাশিপুরের পীর সাহেব, পীরে কামেল আলহাজ মোঃ হাফিজুর রহমান।
এছাড়া এ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক এসএম এরশাদ আলী, মোঃ আব্দুল আলিম জিন্নাহ, মোঃ আজিজুর রহমান, মোঃ হাফিজুর রহমান ও যশোর কালেক্টরেটের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
এ মাহফিলের সার্বিক পরিচালনায় থাকবেন- মাওঃ মোঃ জহুরুল ইসলাম, সাংবাদিক মাস্টার নজরুল ইসলাম, মাস্টার আব্দুল মজিদ।
উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরিধান করে দো’জাহানের অশেষ নেকী হাসিল করার আহবান জানিয়েছেন আয়োজক কমিটি।