রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) থেকে।।
মনিরামপুরের মনোহরপুর ইউনিয়নে মাষ্টার ময়েজ উদ্দিন মেমোরিয়াল অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে মাষ্টার ময়েজ উদ্দিন মেমোরিয়াল অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ক্যাম্পাসে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে এ কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে মনোহরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার মোস্তফা মহিতুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কম্বল ও মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ বাবলু রহমান। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন হোসেন সাজু, জিএম ফিরোজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক কেয়া ঘোষ, শিউলি খাতুন, এনামুল কবির, স্বপন হালদার, জিন্নাত বিশ্বাসসহ স্থানীয় এলাকাবাসি।