হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
রাজগঞ্জে ধানসহ সকল ফসল চাষে সমস্যা ও সমাধানে ম্যাকডোনাল্ড-এর পরামর্শ ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা রাতে রাজগঞ্জ-হানুয়ারের মোমেনা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ জনি পারভেজের উদ্যোগে রাজগঞ্জের হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সাবেক চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও কীটনাশকের উপর কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন- ম্যাকডোনাল্ড বাংলাদেশ (প্রাঃ) লিমিটেডের সেলস ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ মাহাবুব রহমান, মার্কেটিং ম্যানেজার মোঃ সোহেল রানা, এফও মোঃ রাকিব হোসেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বৃহত্তম হানুয়ার গ্রামের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।