1. admin@manirampurprotidin.com : admin :
  2. hnurul146@gmail.com : nurul :
  3. titonews24@gmail.com : Tito :
শিরোনাম :
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল সাধারণ সভা অনুিষ্ঠত : অভিষেকের প্রস্তুতি হাইকোর্টের নির্দেশে কেশবপুরে অবৈধ “রোমান ব্রিকস” ভেঙ্গে দিল প্রশাসন মাদ্রিদে হবিগঞ্জবাসীর মিলন মেলায় মুখরিত লাভপিয়েছ মণিরামপুরের জুড়ানপুর বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষরে বাঁধা মালিতে জাতিসংঘ শান্তিপদক পেলেন বাংলাদেশের ১৩৯ জন শান্তিরক্ষী কেশবপুর উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মণিরামপুরে সাংবাদিক পুত্র মাহির গোল্ডেন জিপিএ-৫ লাভ মণিরামপুরে ইকবালকে কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ : রোহিতার আহ্বায়ক বহিষ্কার মণিরামপুরে ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন মণিরামপুরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর হাতে পঁচন ।। আদালতে মামলা

বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা স্বাধীন একটি ভূখন্ড পেতাম না – প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

  • আপডেট: রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১৫৭ দেখেছেন

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন ৭১’ এর ৭ই মার্চ বীর বাঙ্গালীকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়তে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে উদ্বুদ্ধ করতে ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর এ ভাষণের পর বীর বাঙ্গালীর স্বাধীনতাকামী সন্তানেরা দেশকে স্বাধীন করতে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা স্বাধীন একটি ভূখন্ড পেতাম না। পেতাম না লাল সবুজের একটি জাতীয় পতাকা।
রোববার (৭ই মার্চ-২০২১) বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে খাজুরা-কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি স্বপন ভট্টাচার্য্য তাঁর বক্তব্যে আরও বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের শীর্ষে নিতে সক্ষম হয়েছেন। দেশে এক শ্রেণির রাজনীতিকদের এ উন্নয়ন সহ্য হচ্ছে না। তারা দেশে-বিদেশে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তবে যত ষড়যন্ত্রই করুক না-কেন তা প্রতিহত করতে প্রস্তুত শেখ হাসিনার সরকার।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী'র সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা শাহরিয়ার আলম খান। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আব্দুল হামিদ সরদাব, আব্দুল রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সভাপতি দিপংকর হালদার, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মামুনুর রশিদ, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, আওয়ামীলীগ নেতা সমাজ সেবক মো. ইকবাল হাসান শাহিন, ছাত্রলীগ নেতা ফজলুর রহমান, রাজু আহমেদ প্রমুখ। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।


এ খবর টি সোস্যাল মিডিয়াতে এ পোষ্ট করুন

এ জাতীয় আরও খবর




© All rights reserved © 2013-2022