হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে এক হাজার দুশ’ তিনজনকে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) প্রদান করা হয়েছে। শনিবার (১৩ মার্চ-২০২১) সকালে ইউনিয়ন পরিষদে এই কার্ড বিতরণ করা হয়।
কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
এছাড়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ এনামুল কবির, ইউপি সদস্য আব্দুল রশিদ, আব্দুল গফুর, তাজু হোসেন, আকবর হোসেন, মাহাবুবুর রহমান, ইউছুফ আলী, লাকী খাতুন এবং শাহিনারা খাতুন, ছাত্রলীগ নেতা মোঃ খালেদুর রহমান টিটো উপস্থিত ছিলেন।