ঢাকাবৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে মুক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে পথচারী জনগণের মাঝে মাস্ক বিতরণ

Tito
এপ্রিল ১, ২০২১ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
রাজগঞ্জে মুক্তি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে পথচারী সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল-২০২১) বেলা ১১টায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের হানুয়ার বটতলা মোড়ে এ কার্যক্রম চালানো হয়।
জানা গেছে, করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় সাধারণ জনগণ, মাস্ক পরিধান করার অভ্যাস অব্যাহত রাখে সে চেষ্টায় এ বিশেষ কর্মসূচী পালন করে রাজগঞ্জের মুক্তি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড। এদিন উল্লেখিত সড়কে চলাচলকারী সাধারন পথচারী, রিকশা, ভ্যান ও অটো চালক এবং যাত্রীসহ ৬ শতাধিক নারী-পুরুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ থেকে জনগণকে সচেতন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।
এ সময় রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সদস্য মোঃ রুহুল আমিন, মোঃ মফিজুর রহমান, মোঃ আমিনুর রহমান, মোঃ সাইদুর রহমান, মোঃ হারুনসহ সমিতির মোট ২১জন সদস্য উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।