হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
রাজগঞ্জ এলাকা থেকে একই রাতে ৩টা পানি তোলার মোটর চুরি হয়েছে।
জানাগেছে, সোমবার (০৫ এপ্রিল-২০২১) রাতে রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর মাঠ থেকে মোঃ রবিউল ইসলামের ২ হস পাওয়ারের একটি মোটর, ইচানী গ্রামের মোঃ মশিয়ার রহমানের ২ হস পাওয়ারের একটি মোটর ও একই গ্রামের মোঃ আইয়ুব হোসেনের ২ হস পাওয়ারের একটি মোটর তাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মশিয়ার রহমান এ চুরির বিষয় নিশ্চিত করেছেন।