হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাংবাদিক নেতা মোঃ শহীদুল ইসলাম মিলন শুক্রবার (০৯ এপ্রিল-২০২১) তার গ্রামস্থ রামনাথপুর গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে।
অনুরুপ ভাবে রাজগঞ্জের হানুয়ার বাগেরালী গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আগত মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছেন ওই মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ নূরনবী (নান্নু)।
সরকারি ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ জনগণ যাতে মাস্ক পরিধান করার অভ্যাস অব্যাহত রাখে সে চেষ্টায় এ বিশেষ কর্মসূচী পালন করা হয়।
সাথে সাথে করোনার দ্বিতীয় ঢেউ থেকে জনগণকে সচেতন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও অবহিত করেন এই দুই উদ্যোক্তা।