ঢাকামঙ্গলবার , ১৩ এপ্রিল ২০২১
আজকের সর্বশেষ সবখবর

খেদাপাড়া ইউপিতে অতি দরিদ্রদের জন কর্মসংস্থান কর্মসূচিসহ দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত

Tito
এপ্রিল ১৩, ২০২১ ৪:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নজরুল ইসলাম, মনিরামপুর থেকে।।
১২ই এপ্রিল সোমবার সকাল ১০টায় খেদাপাড়া ইউনিয়ন পরিষদে২০২০-২০২১অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর বাস্তবায়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খেদাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সচিব মৃণাল কান্তি শাহার সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান এস এম আব্দুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির বাস্তবায়ন কমিটি এবং সকল ইউপি সদস্যদের উপস্থিতিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অনান্যদের মধ্যে আলোচনা রাখেন ইউপি সদস্য সাধন কুমার বিশ্বাস, ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ১ মোঃ মুনসুরুর রহমান, খেদাপাড়া ইউনিয়ন আলীগ প্রাক্তন সভাপতি মোঃ আব্দুল মমিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাষ্টার অশোক কুমার মল্লিক, শিক্ষক সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মোঃ নজরুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান সহ অনেকেই। আগামী শনিবার থেকে এ কর্মসূচির আওতায় ৩০৯জন কার্ডধারী এর সুফল ভোগ করবেন এবং এর বিপরীতে ২৪,৭২,০০০টাকার শ্রম মজুরী এবং ১৮,০০০টাকা সর্দার মজুরী সহ সরকারে মোট বরাদ্ধকৃত টাকার পরিমান ২৪,৯০,০০০। এছাড়া উপজেলা কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাস্তবায়িত, ২০২০-২১ খরিপ-১/২০২১-২০২২মৌসুমে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদানের জন্য খেদাপাড়া ইউনিয়নে ৭০জন কৃষকের তালিকা চুড়ান্ত করা হয় । যার বিপরীতে প্রত্যেক কৃষক ৫কেজি করে উপসী জাতের বীজ এবং দু-পদের মিলে ৩০কেজি করে সার পাবেন। এ কাজের তালিকা প্রস্তুতের জন্য অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দীন এবং দর্পন বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।