ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ২০ গাড়ি ভাঙচুর, ২ আগুন

admin
জানুয়ারি ১০, ২০১৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

truckবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ফেনীতে ২০টি ট্রাক ও কাভার্ডভ্যান ভাঙচুর করেছে অবরোধকারীরা। এছাড়াও একটি পিকআপ ও কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় দু’টি ট্রাকের সংঘর্ষে চার জন আহত হন। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে আসার পর অবরোধকারীরা পালিয়ে যায়। এর আগে, সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা, শাহীন একাডেমি সড়কসহ বিভিন্ন স্থানে অবরোধকারীরা ১২টি ট্রাক, দু’টি যাত্রীবাহী বাস এবং শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনে ১০-১২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।