হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
ঈদ উপলক্ষ্যে রাজগঞ্জ বাজারের দই, মিষ্টি ব্যাবসায়ীরা অধিক দামে দই, মিষ্টি বিক্রি করছে, এমন অভিযোগ ক্রেতাদের।
শনিবার (১৫ মে-২০২১) দুপুরে সরেজমিনে রাজগঞ্জ বাজারের সবগুলো মিষ্টির দোকানে দেখাগেছে, অতিরিক্ত দামে দই, মিষ্টি বিক্রি করছে। এতে ক্রেতারা চরমভাবে ঠকছেন।
দেখাগেছে- ১০০ টাকার দই দোকানীরা বিক্রি করছে ১৩০ থেকে ১৫০ টাকায়। ১২০ টাকার প্রতিকেজি মিষ্টি বিক্রি করছে ১৪০ টাকা থেকে ১৬০ টাকায়।
রাজগঞ্জ বাজারের মিষ্টি ব্যবসায়ী শংকর সাধুর কাছে মিষ্টির দাম বেশি নিচ্ছেন কেনো জানতে চাইলে তিনি বলেন- কি করবো চিনির দাম বেশি। কিন্তু এ কারণ মানতে নারাজ ক্রেতারা।
আলী হায়দার নামের এক ক্রেতা বলেন- চিনির দিম বেড়েছে। কিন্তু কত বেড়েছে। কেজিতে ২/৪ টাকা। সেখানে প্রতিকেজি মিষ্টিতে বেশি নেওয়া হচ্ছে ৪০ টাকা এটা মেনে নেওয়া যায় না। এরকম অভিযোগ অনেক ক্রেতাদের।
ক্রেতারা আরো বলেন- ঈদের সময় আমাদের মিষ্টি প্রয়োজন, তাই বাধ্য হয়েই বেশি দাম দিয়ে মিষ্টি কিনতে হচ্ছে।
বিষয়টির দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।