ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

চার্জ থাকবে এক মাস নোকিয়ার নতুন ফোনে

admin
জানুয়ারি ১০, ২০১৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

গ্রাহকদের হাতে সস্তায় মোবাইল ফোন তুলে দিয়েই মূলত বেশ ক’বছর একচ্ছত্রভাবে বাজার দখলে রেখেছিল নোকিয়া। সেই কৌশলটিই কাজে লাগাচ্ছে মাইক্রোসফট।nokia সম্প্রতি নোকিয়া কিনে নেয়ার পর তারা সস্তায় এমন এক ফোন বাজারে এনেছে যা দিয়ে খুব সহজেই এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বাজার দখল করতে পারবে বলে আশা করা হচ্ছে। নোকিয়া-২১৫ মডেলের এই ফোনের দাম হবে মাত্র ২৯ ডলার বা বাংলাদেশি প্রায় ২৩শ টাকা। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এ ফোনে একবার চার্জ দিলে টানা এক মাস চলবে। অর্থাৎ এর স্ট্যান্ডবাই টাইম ২৯ দিনেরও বেশি। এতে বিল্টইন রয়েছে- ওপেরা মিনি ব্রাউজার, ফেসবুক ম্যাসেঞ্জার, টুইটার এবং আরো কিছু অ্যাপস। সস্তা হলেও ফোনটিতে আছে ৩২০x২৪০ পিক্সেলের ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেলের ভিজিএ ক্যামেরা, রেডিও, টর্চ। আর মাইক্রো এসডি কার্ড স্লট তো থাকছেই। শুধু তা-ই নয়, এটি ২জি এজ মডেম হিসেবেও ব্যবহার করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।