মণিরামপুর প্রতিনিধি।।
করোনা মহামারি পরিস্থিতিতে যশোর জেলার মনিরামপুর উপজেলা দুর্বিষহ সময় পার করছে। দুঃসময়ে অতিব প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার নিয়ে মনিরামপুর অক্সিজেন ব্যাংক করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের পাশে আছি। সাধ্যের মধ্যে কর্তব্য পালনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আমাদের এই মহতি কার্যক্রমকে সমৃদ্ধ করার লক্ষ্যে -“ঢাকাস্থ মণিরামপুর যুব কল্যাণ” সংগঠন কতৃক মণিরামপুরের আপামর জনসাধারণের কল্যাণে করোনা মহামারী কালীন দুর্যোগ মোকাবেলায় আটটি উন্নত মানের রেগুলেটর সহ অক্সিজেন সিলিন্ডার, পিপিই, পালস অক্সিমিটার ও মাক্স সরবরাহ করেছেন।
মণিরামপুরিয়ান অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ হাদিউজ্জামান ফয়সাল “ঢাকাস্থ মণিরামপুর যুব কল্যাণ” সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সংকটময় মুহূর্তে মানুষের পাশে থাকার সমাজের বিত্তবান মানুষের প্রতি অাহব্বান জানান। সার্বিক পরিচালক আল হেলাল মামুন বলেন মণিরামপুরের অক্সিজেন ব্যাংক মণিরামপুরের মানুষের জরুরী সেবা প্রদানে সদা তৎপর। ঐই পর্যন্ত ১৮ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী মিলে ১৮ জন সদস্য সর্বদা প্রস্তুত।
ইতিমধ্যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় স্বপন ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম এর পক্ষে অক্সিজেন সিলিন্ডার সহ অনেকে সহায়তা প্রদান করেছেন।
সংকটময় মুহূর্তে সবাইকে পাশে থাকা সহ সবাইকে সুরক্ষিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।