ঢাকাবুধবার , ২২ জুন ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করলেন যশোরের জেলা প্রশাসক

Tito
জুন ২২, ২০১৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ 

বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নানমূখী প্রকল্প গ্রহন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গোটা শিক্ষা ব্যবস্থকে ঢেলে সাজানো হয়েছে। জাতি আজ বিশ্বমানের শিক্ষা গ্রহন করছে। সেদিন খুব বেশী দুরে নয়, ভিশন ফোরটি ওয়ান বাস্তবায়নের মাধ্যমে দেশ বিশ্বের বুকে এক উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমাদের দেশের শিক্ষার্থীদের আর বিদেশে পড়তে যেতে হবেনা, বরং বিদেশীরা আমাদের দেশে আসবে। এখনও দেশে বহু বিদেশী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহনের জন্য আসে। বুধবার মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে মণিরামপুর উপজেলার ১৭ টি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক ড. মো: হুমায়ুুন কবীর একথা বলেন। তিনি আরো বলেন, একে একে যশোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করা হবে। শিক্ষার্থীদের আইটিতি দক্ষ করে গড়ে তুলতে সর্বোচ্চ গূরুত্ব দিয়ে চলেছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পলাশী মাধ্যমিক বিদ্যালয়,কালারহাট মাধ্যমিক বিদ্যালয়,ঢাকুরিয়া প্রতাপকাঠি মাধ্যমিক বিদ্যালয়, জয়পুর মাধ্যমিক বিদ্যালয়, খেদাপাড়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, পাঁচবাড়িয়া-পাঁচকাঠিয়া মাধ্যমিক বিদ্যালয়, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়,বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়, পৌরসভা মাধ্যমিক বিদ্যালয়, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়, বাকোশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মণিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচাকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত উপকরণ বিতরণ করা হয়। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।