ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে আগুনে পুড়ে নিহত ২

admin
সেপ্টেম্বর ৩, ২০১৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

RA_bg_757093894

শ্রীপুরে আগুনে পুড়ে নিহত ২

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর গ্রামে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় গ্রামের সিদ্দিক সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈর ইউনিয়নের চান্দা গ্রামের আব্দুল হামিদ দপ্তরির ছেলে জয়নাল আবেদিন (৩৫) এবং টাঙ্গাইল জেলার সখীপুর থানার কালমেঘা গ্রামের রইস উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৩৮)।

তারা সিদ্দিক সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের লাশ ঘটনাস্থলে আছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আখতারুজ্জামান লিটন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  সিদ্দিক সরকারের বাড়িতে শর্টসার্কিট থেকে সন্ধ্যায় আগুন লাগে। এ সময় ঘরের টিভি, ফ্রিজসহ অন্যান্য জিনিস বের করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান জয়নাল ও সামাদ।

আগুনে ওই বাড়ির ১০টি কক্ষ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।