ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে যুবলীগ নেতা শাহিন হত্যায় জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি ॥ ডিসি এসপির পরিদর্শন # শনিবার আ’লীগের প্রতিবাদ সমাবেশের ডাক

admin
জানুয়ারি ২১, ২০১৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মনিরামপুরে যুবলীগ নেতা শাহিন হত্যাকান্ডের ঘটনায় এখনও কোন মামলা করা হয়নি। হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। বুধবার দুপুরে জানাজা শেষে শাহিনের লাশ কাশিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।Monirampur-Picture (21.01.2015) যশোরের জেলা প্রশাসক ড.হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিচুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শরিফ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার সহ দলিয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের সম্মুখিন করার আশ্বাস দেন। তবে শাহিন হত্যার পর এলাকাজুড়ে ব্যাপক আতংক বিরাজ করছে। মনিরামপুর থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া সার্বক্ষনিক এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে।এ দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান জানান, যুবলীগ নেতা শাহিন হত্যার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে আগামি শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেয়া হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে মুখোশধারী দূর্বৃত্তরা কাশিপুর মাদ্রাসার পাশে পল্লী চিকিৎসক মন্টুর বাড়িরে সামনে উপর্যুপরি কুপিয়ে খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান ঠুটো শাহিনকে হত্যা করে। হত্যার পর ঘাতকরা চারটি শক্তিশালী বোমার বিষ্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। তবে হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। নিহত শাহিনুর রহমান খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।