মনিরামপুর প্রতিনিধি।।
মনিরামপুরে ১কেজি গাঁজা সহ পারভীনা বেগম (৩৫) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ।
মনিরামপুর থানা সূত্র জানায়, আজ ৩ই নভেম্ববর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মনিরামপুর উপজেলার নেহালপুর-কালিবাড়ি রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ১কেজি গাঁজা সহ মোছাঃ পারভীনা বেগমকে আটক করা হয়।আটককৃত পারভীনা বেগম উপজেলার গোপালপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের সাবেক স্ত্রী।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম ও সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল জনাব আশেক সুজা মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং মণিরামপুর থানার তত্বাবধানে অদ্য ইং ০৩/১১/২০২২ তারিখে এস.আই প্রসেনজিৎ কুমার মন্ডল, এএসআই কাজল চ্যাটার্জী, এএসআই অশোক কুমার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১(এক) কেজি গাঁজা সহ আসামী মোছাঃ পারভীনা বেগম(৩৫), পিং- ওদুদ খান, মাতা- জুলেখা, স্বামী- মোঃ রাজু মোল্লা, শ্বশুর- রেজাউল মোল্লা, স্থায়ী সাং-ভাটপাড়া, হালসাং- সিংগাড়ী (বাজারের পাশে), থানা- অভয়নগর, জেলা-যশোর পূর্বের স্বামী- মোঃ রবিউল ইসলাম, সাং-গোপালপুর, থানা- মণিরামপুর, জেলা-যশোরকে হাতেনাতে ধৃত করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।