মণিরামপুর প্রতিনিধি।।
বাংলাদেশ জুয়েলারী সমিতি মণিরামপুর শাখার পক্ষ থেকে সমিতির যুগ্ম সম্পাদক ও মণিরামপুর পৌরসভার ৩ নং সদর ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার রাতে পৌরশহরের সমিতির অফিস কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অরুণ কুমার পালিত, সহ-সভাপতি বিকাশ চন্দ্র চন্দ্র, সাধারন সম্পাদক গোবিন্দ ঘোষ, কোষাধ্যক্ষ উজ্জ্বল পালিত সহ সমিতির সদস্য ও ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশ জুয়েলারী সমিতি মণিরামপুর শাখার যুগ্ম সম্পাদক ও চৌধুরী জুয়েলার্সের মালিক বাবুলাল চৌধুরী মণিরামপুর পৌরসভার তিন নং সদর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। এরপর করোনার কারনে সমিতির এটাই প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। এ সভায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।